মোঃশহিদুল ইসলাম
আসসালামু আলাইকুম.....
**********************
আজ কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক, যুগ্ন-আহবায়ক, প্রধান উপদেষ্টা,ও প্রথম রিটকারী দশজনকে নিয়ে এক জরুরী মিটিং করা হয়।
**********************
আজ কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক, যুগ্ন-আহবায়ক, প্রধান উপদেষ্টা,ও প্রথম রিটকারী দশজনকে নিয়ে এক জরুরী মিটিং করা হয়।
মিটিং এ হাইকোর্ট ও আমাদের চাকুরী রাজস্ব করার জন্য করণীয় সম্পর্কিত সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা শেষে যে সিদ্ধান্ত গুলো নেয়া হয় সেগুলো নিম্নরুপ:-
★★ এই জানুয়ারী মাসের মাঝেই সকল বিভাগীয় পর্যায়ে জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে মিটিং করে,তৃনমূলের সহকর্মী সিএইচসিপি বৃন্দের মতামত লিখিত আকারে সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত হয়।
★★ ইতোমধ্যে স্বাস্থ্য,আইন,সংস্থাপন, পরিকল্পনা, অর্থ মন্ত্রনালয়ে ও ডিজি অফিস ও প্রকল্প অফিসে আবেদন পত্র সহ হাইকোর্ট থেকে প্রাপ্ত রায় এর লিখিত কপি প্রেরণ করা হয়েছে।
যথাসম্ভব দ্রুত আমরা এসব মন্ত্রনালয়ে আবার যাবো এবং সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় ও সচিবদের সাথে বৈঠক করবো।
যথাসম্ভব দ্রুত আমরা এসব মন্ত্রনালয়ে আবার যাবো এবং সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় ও সচিবদের সাথে বৈঠক করবো।
★★হাইকোর্ট এ নিরবচ্ছিন্ন যোগাযোগের মাধ্যমে বাকী রিট গুলির রায় দ্রুত করানোর সিদ্ধান্ত হয়
★★ফ্রেব্রয়ারী প্রথম দিকে সারা বাংলাদেশের সকল জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে সমন্বয় মিটিং করে তৃনমূলের মতামতের ভিত্তিতে রায় বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ ও রুপ রেখা তৈরী করা হবে।
★★যে সকল জেলা, উপজেলাতে সিএইচসিপিদের ইপিআই করার জন্য বলা হচ্ছে, আপনারা ইপিআই করবেন, তবে লিখিত আদেশের ভিত্তিতে।কোন অবস্থাতেই সিসি বন্ধ রেখে বাহিরে কোন কেন্দ্রে ইপিআই করা যাবেনা।
#বিশেষ_সতর্কবাণীঃ
★★কেন্দ্রীয় কমিটির ঘোষণা ব্যতীত বিছিন্ন ভাবে কেউ যদি কোন কর্মসূচী ঘোষনা করেন তার দায় ভার তাকেই বহন করতে হবে।
★★কেন্দ্রীয় কমিটির ঘোষণা ব্যতীত বিছিন্ন ভাবে কেউ যদি কোন কর্মসূচী ঘোষনা করেন তার দায় ভার তাকেই বহন করতে হবে।
পরিশেষে বলতে চাই সংগঠনের শুরু থেকেই আপনাদের জন্য কাজ করছি, আরো করবো। যতদিন আমাদের চূড়ান্ত দাবী আদায় না হবে।
আমরা অতীতেও আন্দোলন করেছি, অতীত থেকে শিক্ষা নিয়েই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে আমাদের কে এগোতে হবে।
আপনাদের সকলের ঐক্যবদ্ধতা এবং সহযোগিতাই পারে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে।
নিজে ভালো থাকুন, পাশের প্রিয় মানুষটাকেও ভালো রাখুন।
ধন্যবাদান্তে...
মোঃশহিদুল ইসলাম
আহবায়ক
দাবী আদায় বাস্তবায়ন কমিটি।
আহবায়ক
দাবী আদায় বাস্তবায়ন কমিটি।
0 comments:
Post a Comment