স্থল লঘু চাপটি এখন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার, রমজান নগর, কৈখালী, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালীনি,নোওয়াবেকি, এলাকায় অবস্থান করছে।


স্থল লঘু চাপটি এখন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার, রমজান নগর, কৈখালী, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালীনি,নোওয়াবেকি, এলাকায় অবস্থান করছে। এটি ক্রমসো ভারি বৃষ্টি ঘটিয়ে ধিরে ধিরে দুর্বল হয়ে আরোও উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে।
এই লঘুচাপ এর প্রভাবে খুলনা, বরিশাল বিভাগের সকল এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে, এছাড়া কলকাতা ও এর পার্শবর্তী এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে, দেশের উপর দিয়ে প্রবাহমান বৃষ্টি প্রবাহ নিলয় আগামি ১৩ অক্টোবর পর্যন্ত চলতে পারে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতেপারে।
আবহাওয়া সূত্র : বেসরকারি আবহাওয়া সংস্থা নড়াইল বাংলাদেশ।
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment