আজ আপনাদের দোয়ায় দেশে প্রথমবারের মত উদযাপিত ন্যাশনাল আইসিটি দিবস 2017 উপলক্ষে জাতীয় শ্রেষ্ঠ হেলথ আইসিটি এচিভমেন্ট এওয়ার্ড 2017 পেলাম। অধ্যাপক ড. আবুল কালাম আজাদ

অধ্যাপক . আবুল কালাম আজাদ
Image may contain: 7 people, people smiling, people standing and shoesআজ আপনাদের দোয়ায় দেশে প্রথমবারের মত উদযাপিত ন্যাশনাল আইসিটি দিবস 2017 উপলক্ষে জাতীয় শ্রেষ্ঠ হেলথ আইসিটি এচিভমেন্ট এওয়ার্ড 2017 পেলাম। অন্য পুরস্কার বিজয়ীদের মধ্যে আরও ছিলেন স্বনামধন্য অধ্যাপক ড. জাফর ইকবাল।
জাতীয় সংসদের মাননীয় স্পীকার পুরস্কার তুলে দেন। সংগে উপস্থিত ছিলেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর বিশেষ করে পরিসংখ্যান কাজে নিয়োজিত ভাই-বোনদের একনিষ্ঠ ও অব্যাহত অংশগ্রহণের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বড় করে দেখি - যা না হলে ডিজিটাল হেলথ অর্জনের তাগিদ আমরা অনুভব করতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করি। কেননা তিনি এই দেশটি প্রতিষ্ঠা না করলে আমরা হয়ত স্বপ্ন দেখাও ভুলে যেতাম। মাননীয় প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদের কথাও স্মরণ করি। কেননা তিনি দিয়েছেন অনুপ্রেরণা ও অমূল্য পরামর্শ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবগণ ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার কথাও স্মরণ করি।
আমার কিছু সহকর্মীও পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন। তাই আমি আরও আনন্দবোধ করেছি।
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment