যশোর মণিরামপুরের রাজগঞ্জ বাজারের সাথে ঝাঁপা গ্রাম। ঝাঁপা বাঁওড় হওয়ায় গ্রামবাসীকে নৌকা পার হয়ে রাজগঞ্জ বাজারে আসতে হয়।

যশোর মণিরামপুরের রাজগঞ্জ বাজারের সাথে ঝাঁপা গ্রাম।
ঝাঁপা বাঁওড় হওয়ায় গ্রামবাসীকে নৌকা পার হয়ে রাজগঞ্জ বাজারে আসতে হয়।
আর তাই জনগণ ৭০ লাখ টাকা ব্যয়ে তৈরি করছেন ১০০০ ফুট লম্বা প্লাস্টিকের ড্রামের ওপর লোহার সেতু।
৮৩৯ টি প্লাস্টিকের ড্রাম, ৮শ’ মণ লোহার অ্যাঙ্গেল পাত ও ২৫০টি লোহার সিটের মাধ্যমে লোহার পাত দিয়ে একেরপর এক ড্রাম যুক্ত করে তৈরি করা হয়েছে ৪ ফুট চওড়া ১০০০ ফুট দীর্ঘ এই সেতুটি।
আগামী ১ জানুয়ারি সেতুটি জনগণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে।
সেতুর ওপর দিয়ে মোটরসাইলের, ভ্যান, নসিমন, প্রাইভেট কারসহ মাইক্রোবাস পারাপার হতে পারবে।
এই ৭০ লাখ টাকা জনগণ নিজেরাই সংগ্রহ করেছে। এবং নেয়নি কোন প্রকৌশলীর সাহায্যও।
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment