রেলস্টেশনে ডেলিভারি করালেন সিএইচসিপি

সিএইচসিপি Shamima Nasrin.

সিএইচসিপিরা জাতির গর্ব, জাতির অহংকার।ঈদের ছুটি শেষে ছেলেকে নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন 
সকাল ৯টার দিকে জয়দেবপুর রেলস্টেশনের ট্রেনে বসা ছিলেন তিনি।
হঠাৎ করে কিছু মানুষের চেঁচামেচি শুনে স্বামী, সন্তান নিয়ে এগিয়ে যান শামিমা নাসরিন।
সামনে গিয়ে দেখেন এক গর্ভবতী মহিলা প্রসব ব্যথায় কাতরাচ্ছেন।
মহিলাটার বাড়ী সিরাজগঞ্জের বেলকুচিয়ায়।
আর লোক জন ভীর করে দেখছেন।
নাসরিন ভাবছেন এই মুহূর্তে কি করা যায়।
তিনি উপায়ন্তর না দেখে গর্ভবতী মহিলাটিকে প্লাটফর্মে শুয়ালেন।
চারদিকে উড়না দিয়ে ঘিরে ডেলিভারী করালেন।
বিপত্তিতে পড়ে গেলেন নাসরিন নবজাতক শিশুর নাভি কাটা নিয়ে।
পাশে থাকা শামিমা নাসরিনের ছেলে ব্যাগ থেকে সুতো বের করে দিলেন।
নাভি কেটে বাধাই করে ডেলিভারির কাজটি সারলেন সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত সিএইচসিপি শামিমা নাসরিন। মা ও শিশুর নিরাপদ নিশ্চিত করার মত এই মহৎ কাজটি সাহসিকতার সাথে সম্পূর্ণ করায় সিএইচসিপি শামিমা নাসরিনকে সকল সিএইচসিপির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
আমরা করবো জয়, নিশ্চয়।
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment