উড়াও লাল সবুজের পতাকা উৎসর্গঃ শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি।


মোঃ হারুন-উর-রশীদ (রুনা)
করো হে উড্ডীন বিশ্বেরই দিকবিদিক
লাল-সবুজের পতাকা,
ছড়াও এ বিশ্বে বাঙ্গালীর ইতিহাসের
বল-বীর্য্যের কথকতা।
তোলো ঝংকার দাও হুংকার জানাও
বাঙ্গালীর সু-ইতিহাস,
খোলো তলোয়ার পালাক জানোয়ার
উঠুক ওরই মৃত্যুশ্বাস।
দাও কোরবান পাকি জানদান নাও
রক্তের ঐ প্রতিশোধ,
ভেঙ্গে মেরুদন্ড আঘাত প্রচন্ড হেনেই
কর ওদের প্রতিরোধ।
ছিড়ো জিঞ্জির সব বন্দীর মুক্ত করো
আজ ঐ তাহাদের,
শোষন বঞ্চনা আজও ছাড়ছেনা অস্থি
সার দেহ যাহাদের।
খোল আমামা বাজাও দামামা সাজো
সাজে সেই যুদ্ধের,
করো হত্যা ওহে ও যোদ্ধা হয়োনা তুমি
মড়া লাশ ঐ বৃদ্ধের।
উড়াও নিশান বাঁজাও হে বিষান রুখো
শত্রুর ঐ আস্ফলন!
ডাকে মৃত্যু কর নৃত্য খেল হোলী শত্রুর
রক্তে লড়ো মহারণ!
ওরা মেরেছে, সম্ভ্রম কেড়েছে বাঙালী
মা আর বোনেদের,
ওদেরকে কবর দাও মৃত্যু ফরমাও দৃঢ়
শপথ হোক জীবনের।
ওরা বর্বর ওরা জানোয়ার ওদের পাপী
রক্তেই নাচে ইবলীশ,
ওদের নিঃশ্বাস যেন অভিশাপ কেউটেরা
উদ্ধত তোলে শীষ!
ওরা নির্বংশ,হোক ধ্বংস ওরা সভ্যতা ও
বিশ্বেরই যত জঞ্জাল,
সরাও আবর্জনা পাকি পচাঁ-পানা ওরা
সত্যের মহা অপলাপ।
ওরা গো-ভাগাড়ের গলিত পূঁতিগন্ধময়
পচাঁ উচ্ছিষ্ট অপবিত্র,
ওদের জাতিসত্তা মুছে ফেলে আজিকে
শোধিব বিশ্ব মানচিত্র।
ওরা নরকের কীট মহাপাতকী ওদেরকে
নিক্ষেপ কর নরকেই,
ওটাই হোক ওদের আবাসন অনন্ত কাল
জ্বলুক ঐ দোজখেই! 
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment