ঝিনাইদহের হারিয়ে যাওয়া আঞ্চলিক ভাষা রক্ষা, বাক্যের প্রচলন ও কথন ধরে রাখার জন্য গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে এ উপলক্ষ্যে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানটির স্থান নির্বাচন করা হয় “ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপে”র ক্রিয়েটার ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুর দৃষ্টিনন্দন বাগান বাড়িতে। সভার শুরুতে গ্রুপের সভাপতি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার বক্তৃতায় আঞ্চলিক ভাষা গ্রুপের সৃষ্টি ও বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনের কথা তুলে ধরেন। তিনি বলেন বর্তমান প্রজন্ম গ্রামের সহজ সরল মানুষের মুখের কথা ভুলে যেতে বসেছে। গ্রামাঞ্চলে এখনো মানুষ আঞ্চলিকতাকেই প্রাধান্য দেয়। সেই আঞ্চলিক ভাষা রক্ষা, বাক্যের প্রচলন ও কথন ধরে রাখার জন্য বৃহৎ এই গ্রুপের সৃষ্টি যা অল্প সময়ে দেশ বিদেশে বসবাসরত ঝিনাইদহের মানুষের মাঝে সাড়া ফেলেছে। এই গ্রুপ সৃষ্টির জন্য তিনি “ঝিনেদা আঞ্চলিক ভাষা গ্রুপে”র ক্রিয়েটার ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠুকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যের পর পরিচয় পর্বে কমিটির ৬৮ জনের নামের তালিকা পড়ে শুনান গ্রুপের সহ-সভাপতি ও উজির আলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু। অভিখেশ অনুষ্ঠানে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ হাসান ও এলাকার গন্যমান্য মানুষ উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি হলেন, সাংবাদিক আসিফ ইকবাল কাজল, সহ-সাপতি অসিত সিং, গোলাম সারোয়ার, রাসেল রানা, সাইফুল ইসলাম লিকু, সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক সুলাইমান হোসেন, আশরাফুল আলম, মহিলা সম্পাদিকা খায়রুন্নাহার ঝর্ণা, সহ-সম্পাদিকা শামিমা আক্তার, ফাতেমা সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মনোয়ার কাইসার, সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে মাহমুদা আনোয়ার তরু, অর্থ সম্পাদক শারমিন আক্তার, সহ- অর্থ সম্পাদক আসমা আক্তার লিজা, অফিস সম্পাদক জাম্মিম হোসেন সবুজ, সহ- অফিস সম্পাদক সোহাগ স্বপ্ন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সজিব প্রবাসি, সহ- আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নাজমুল হুদা তুফান, প্রচার সম্পাদক পলাশ হোসেন, সহ-প্রচার সম্পাদক রেক্সোনা আফরোজ, শিক্ষা সম্পাদক নাসির উদ্দীন, সহ শিক্ষা সম্পাদক রাহাত জ্যোতি, ক্রীড়া সম্পাদক সিজুল খাঁন, সহ ক্রীড়া সম্পাদক রাহাত উল আলম, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ- সাংস্কৃতিক সম্পাদক তুহা জান্নাত, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এফ জে ওয়াহেদ, সহ- দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আরিফ খাঁন, স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পাদক সুরাইয়া পারভিন, সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যান সম্পাদক সেলিনা পারভিন, সমাজ কল্যান সম্পাদক মোর্শেদ উল আলম, সহ- সমাজ কল্যান সম্পাদক আলমগীর হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইসলাম উদ্দীন, সহ- ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাহেব আলী, পরিকল্পনা ও যোগাযোগ সম্পাদক মাসুদ আহম্মেদ, সহ- পরিকল্পনা ও যোগাযোগ সম্পাদক জে হক বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাদত হোসাইন, সহ- তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজু আহম্মেদ, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, সহ-সাহিত্য সম্পাদক মাহমুদা সুলতানা রুমা, কার্যকরী পরিষদের সদস্য হলেন, যুথিকা হাসান, রাজু আহম্মেদ, এবিএম বাধন হাসান, পিয়াস প্রবাসি, মতিয়ার রহমান, রবিউল ইসলাম খোকন, নাজমুল হোসেন, আসমাউল হুসনা, সুলতানা শিরিন, শিরিন রোবায়েত, শাহনাজ শানু, ইমরান শেখ, মাহবুবুর রহমান, মনিরা আক্তার, রতন আলী, বিথি আফ্রদিতি, এস এম মামুন, মোঃ এনাম, সোনালী সাইদ, সাব্বির হোসেন জুয়েল, সজল মনি ও সেলিম বংকিরা। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন মানবাধিকার কর্মী সাংবাদিক আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দীন, মঞ্জুরুল হাফিজ রাজু, এটিএম ওয়াহিদুজ্জামান ও সাইফুল ইসলাম।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment