শাহাজাদা মামুনের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন মোশারফ করিম,  মন্দিরা, উর্মিলা শ্রাবন্তী কর, মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ।  চ্যানেল আইতে প্রচার শুরু হবে ১০ই ডিসেম্বর থেকে প্রতি রোববার ও শনিবার রাত  ৮টায়। হেলাল (মোশাররফ করিম) বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। গ্রামে অনেক সহায়  সম্পত্তি রেখে হেলালের বাবা মারা গেছেন অনেক আগেই। সন্তান-সন্ততির আশায়  হেলালের মা হেলালের দুই বিয়ে দেয়, কিন্তু দুই বিয়ে করার পরও কোনো সন্তান না  হওয়ায়, হেলালের মা তাকে আবার বিয়ে করানোর জন্যে উঠে পড়ে লাগে। বড় বউ  (উর্মিলা শ্রাবন্তী কর) ও ছোট বউ (মন্দিরা) এদের মধ্যে দ্বন্দ্ব-বিচ্ছেদ  নতুন কিছু নয়। হেলালের সঙ্গে বড় বউ ও ছোট বউয়ের সম্পর্কের টানাপড়েন,  হেলালের মায়ের সঙ্গে হেলাল ও তার বউদের সম্পর্কের পট পরিবর্তনকে তুলে ধরা  হয়েছে বাস্তবতা ও হাস্য কৌতুকের মাধ্যমে। হেলালের মা কী হেলালকে আবার বিয়ে  দিতে পারবে? দুই বউয়ের চাপের মুখে হেলাল কী পারবে বিয়ে করতে? আদৌ কী  সন্তানের মুখ দেখতে পারবে হেলাল? সব প্রশ্নের উত্তর মিলবে ‘শুকনো পাতার  নূপুর’ নাটকে।        ৩ বউ মোশাররফ করিমের
শাহাজাদা মামুনের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকে অভিনয় করেছেন মোশারফ করিম,  মন্দিরা, উর্মিলা শ্রাবন্তী কর, মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ।  চ্যানেল আইতে প্রচার শুরু হবে ১০ই ডিসেম্বর থেকে প্রতি রোববার ও শনিবার রাত  ৮টায়। হেলাল (মোশাররফ করিম) বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। গ্রামে অনেক সহায়  সম্পত্তি রেখে হেলালের বাবা মারা গেছেন অনেক আগেই। সন্তান-সন্ততির আশায়  হেলালের মা হেলালের দুই বিয়ে দেয়, কিন্তু দুই বিয়ে করার পরও কোনো সন্তান না  হওয়ায়, হেলালের মা তাকে আবার বিয়ে করানোর জন্যে উঠে পড়ে লাগে। বড় বউ  (উর্মিলা শ্রাবন্তী কর) ও ছোট বউ (মন্দিরা) এদের মধ্যে দ্বন্দ্ব-বিচ্ছেদ  নতুন কিছু নয়। হেলালের সঙ্গে বড় বউ ও ছোট বউয়ের সম্পর্কের টানাপড়েন,  হেলালের মায়ের সঙ্গে হেলাল ও তার বউদের সম্পর্কের পট পরিবর্তনকে তুলে ধরা  হয়েছে বাস্তবতা ও হাস্য কৌতুকের মাধ্যমে। হেলালের মা কী হেলালকে আবার বিয়ে  দিতে পারবে? দুই বউয়ের চাপের মুখে হেলাল কী পারবে বিয়ে করতে? আদৌ কী  সন্তানের মুখ দেখতে পারবে হেলাল? সব প্রশ্নের উত্তর মিলবে ‘শুকনো পাতার  নূপুর’ নাটকে।        
0 comments:
Post a Comment