ওষুধের পরিমাণ: Cotrimoxazole Tablet, 120 mg (কো-ট্রাইমোক্সাজল বড়ি, ১২০ মি.গ্রা)
যে উপসর্গ বা রোগে ব্যবহার করা হয়: বিভিন্ন ধরণের সংক্রমন। শ্বাসতন্ত্র (যেমন- নিউমোনিয়া), মূত্রতন্ত্র, পরিপাকতন্ত্র (যেমন- পাতলা পায়খানা্), ত্বক ইত্যাদির সংক্রমন। এছাড়াও টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বর ও গনোরিয়া ইত্যাদি।
· ২ মাস থেকে ৬ মাস বয়সী শিশুদের ক্ষেত্রে: ১টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পরপর বা দিনে ২-৫ বার সেব্য।
· ৬মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: ২ টি বড়ি পানিতে গুলিয়ে ১২ ঘন্টা পরপর বা দিনে ২-৫ বার সেব্য।
যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
(১) গর্ভাবস্থায়
(২) অকৃতকর কিডনী ও লিভার সমস্যা।
পার্শ্বপ্রতিক্রিয়া:
(১) বমি বমি ভাব বা বমি হওয়া
(২) ক্ষুধামন্দা
(৩) এলার্জির কারণে ত্বকে চুলকানি বা দাগ হওয়া।
সাবধানতা: (১) কোন ভাবে এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না। যে কয়দিন যেভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সেভাবে খেতে হবে।
মন্তব্য: ঔষধটি খেতে একটু তিতা লাগে। এজন্য গুলেয়ে খাবার জন্য এর সাথে একটু চিনি, মধু ইত্যাদি মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে দেওয়া যেতে পারে। ঔষধটির সাথে পানি বেশী করে খেতে হবে।
0 comments:
Post a Comment