সিএইচসিপিরা কোন কাজ করে না, করেটা কী ? "

"সিএইচসিপিরা কোন কাজ করে না, করেটা কী ? "

জাতি দেখুন,
কমিউনিটি ক্লিনিকে কর্মরত একজন সিএইচসিপির কাজ সমূহঃ

১. ঝাড়ু ( মাস্টার্স পাশ একজন ছেলে/মেয়ে ) ঝাড়ু দেয়। বাথরুম পরিষ্কার ও করতে হয়।
২. সেবা গ্রহিতা দের সেবা দেওয়া ( ৩ জনের টা একজন )।
৩. ঔষুধের হিসাব (এখন আবার অনলাইন হিসাব দিতে হবে )
৪. সি জি মিটিং করতে হয় প্রতি মাসে ।
৫. সি এস জি মিটিং করতে হয় প্রতি মাসে।
৬. তহবিল গঠন ( অর্থ সংগ্রহ) এই অর্থ সংগ্রহ করতে হয়।
৭. কাউন্সিলিং করা।
৮. পরিবার পরিকল্পনার কর্মীদের কাজ করা বড়ি, কনডম, ইনজেকশন, দেওয়া
৯. ইন্ডিভিজিয়াল রেকর্ড করা অনলাইনে ।
১০. অনলাইন রিপোর্টিং।
ক। সাধারন রোগী-
খ। নবজাতক ও শিশুস্বাস্হ্য
গ। মাতৃসাস্হ্য
ঘ। সিসির যাবতীয় তথ্য প্রদান
১১. মা সমাবেশ করা।
১২. বিভিন্ন ভিজিট টিম ফেইস করা।
১৩. স্যাটেলাইট করা আদতে করার কথা FWV কিন্তূ ওনারা এমন ব্যাস্ত থাকেন যে শুধু গর্ভবতীর ওজন টাই দেখেন বাকি সবই CHCP দের করতে হয়।
১৪. স্কাইফি তে ডিজিটাল উপস্তিতি ( সকাল ৯ টায় ) নোট:
CHCP আসল কিনা সেটাই দেখা বাকিরা তখনও ঘুমে।
১৫. পুষ্টি নির্ণয়। ওজন, উচ্চতা, মুয়াক,

রেজিস্টার খাতা পূরণ:

১৬. সাধারন রোগী- রেজিস্টার।
১৭. নবজাতক শিশু স্বাস্হ্য রেজিস্টার।
১৮. মাতৃসাস্হ্য রেজিস্টার।
১৯. প্যাথলজিকাল রেজিস্টার।
২০. রেফারেল।
২১. রেফারেল রেজিস্টার।
২২. যন্ত্রপাতি ও আসবাব পত্র রেজিস্টার।
২৩. স্টেশসনারি রেজিস্টার।
২৪. ঔষুধ মজুদ মুল রেজিস্টার।
২৫. ঔষুধ মজুদ রেজিস্টার ( দৈনিক )
২৬. GMP কার্ডে শিশুর পূষ্টি নির্ণয় করা ও মনিটরিং করা।
২৭. NVD ( স্বাভাবিক প্রসব করানো)
২৮. ম্যালেরিয়া পরিক্ষা ( RDT)
২৯. রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় (RBS)
৩০. বিভিন্ন জাতীয় দিবসে ( ছুটির দিনে) বিশেষ সেবা।
৩১. বিভিন্ন জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করা।
বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার

Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment