এএইচএম ফারুক
স্ব আয়ত্ব শাসনের নামই স্বায়ত্ব শাসন। অর্থাৎ যে প্রতিষ্ঠান সরকারের বা বাইরের যে কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তির হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ মুক্ত হয়ে আপনা আপনি নিজেদের রুলস বা রেগুলেশন দ্বারা পরিচালিত হয় সে প্রতিষ্ঠানকেই স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান বলে। এর প্রতিষ্ঠা ও রুলস রেগুলেশন সংসদ কর্তৃক হয়ে থাকে। শুধু মাত্র সংসদই এর পরিবর্তন বা পরিমার্জন করতে পারবে সংখ্যা গরিষ্ট সাংসদের ভোটের প্রেক্ষিতে বিল পাস করে।
প্রস্তাবিত শায়ত্ব শাসন এর বিষয় সমূহ
পেনশন থাকবে।
চাকুরী স্থায়ী হবে।
ক্যারিয়ার প্লান থাকবে।
ইনক্রিমেন্ট হবে।
সকল ভাতাদী থাকবে।
ইউনিয়ন প্রধান, তদোর্ধ্ব তিন ইউনিয়নে মিলে আরেকটি উচ্চ পদ, উপজেলা প্রধান, জেলা প্রধান পদ হবে। যোগ্যতা কাজের ভিত্তিতে উপরোক্ত পদে প্রমোশন ব্যবস্থা থাকবে।
চাকুরী স্থায়ী হবে।
ক্যারিয়ার প্লান থাকবে।
ইনক্রিমেন্ট হবে।
সকল ভাতাদী থাকবে।
ইউনিয়ন প্রধান, তদোর্ধ্ব তিন ইউনিয়নে মিলে আরেকটি উচ্চ পদ, উপজেলা প্রধান, জেলা প্রধান পদ হবে। যোগ্যতা কাজের ভিত্তিতে উপরোক্ত পদে প্রমোশন ব্যবস্থা থাকবে।
বর্তমান UHFPO, CS অফিসের নিয়ন্ত্রণ মুক্ত স্বাতন্ত্র্য প্রতিষ্ঠান হবে। HI, AHI, FWA এর নিয়ন্ত্রন মুক্ত ব্যবস্থাপনা থাকবে।
অতিরিক্ত কাজে প্রণোদনা থাকবে।
অতিরিক্ত কাজে প্রণোদনা থাকবে।
আয় ও ব্যায় সংকুলান
স্বায়ত্ব শাসনের মূল ভিত্তি হল আয় ও ব্যায় সংকুলান। স্থানীয় সরকারের স্বায়ত্ব শাসনে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ব্যায় এক অংশ নির্বাহ করা হয়। বাকী অংশ প্রাতিষ্ঠানিক আয় থেকে হয়।
শিক্ষা খাতের স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানের বেতন ব্যায় রাষ্ট্রীয় কোষাগার বহন করে। এছাড়া নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যায়ও রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্বাহ হয়। এসব ক্ষেত্রে নাম মাত্র আয়ও রাষ্ট্রীয় কোষাগারে চালান মারফত জমা হয়। এসব ক্ষেত্রে আয় এর সাথে ব্যায় এর তুলনা হয় না। সেজন্যই ছাত্ররা বেতন পরিশোধ করার পরেও বিশ্ববিদ্যালয়ের প্রতি ছাত্রের জন্য বছরে পঞ্চাশ হাজারেরও অথিক অর্থ রাষ্ট্রের কোষাগার থেকে ব্যায় হয়। কেননা শিক্ষা সাংবিধানিক মৌলিক অধিকার। তেমনি স্বাস্থ্যও মৌলিক অধিকার। এটি পন্য নয়। সেজন্য প্রস্তাবিত স্বায়ত্ব শাসিত এ প্রস্তাবে ব্যায় সংকুলান রাষ্ট্রীয় কোষাগার থেকে হবে।
রাজস্ব
~~~~
বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে হবে।
চাকুরী স্থায়ী।
পেনশন।
ক্যারিয়ার প্লান নাই।
ইনক্রিমেন্ট হবে।
সকল ভাতাদী থাকবে।
~~~~
বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে হবে।
চাকুরী স্থায়ী।
পেনশন।
ক্যারিয়ার প্লান নাই।
ইনক্রিমেন্ট হবে।
সকল ভাতাদী থাকবে।
বর্তমান বিদ্যমান ব্যবস্থায় CHCP এর উচ্চতম রিপোর্টিং বস হবেন AHI.
তার উপরের বস হবেন HI. এর উপরে UHFPO, CS, Director.
রাজস্বের পদের ও জনবলের স্থায়ীত্ব নিশ্চিত। তবে পদ বিলুপ্তি বা আত্তীকরণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারে।
উপরের লিখাতে কোন দ্বিমত থাকলে চাকুরী বিধি বিজ্ঞ কোন ব্যাক্তির সাথে পরামর্শ করার অনুরোধ রইল। একই সাথে রাজস্ব ও স্বায়ত্ব শাসনে চাকুরী করছেন এরকম দুজনের সাথেও পরামর্শ করতে পারেন।
পোষ্টটি মূলত ধুম্রজাল কাটানোর প্রয়াস।। আপনাদের সমস্যায় সিদ্ধান্ত আপনারাই নিবেন। মাননীয় ডিাজ মহোদয়ের গতকালের প্রস্তাবটি আপনারা মানবেন বা বাদ দিবেন এবং নাকি রাজস্বের জন্য আন্দোলন করবেন সে সিদ্ধান্ত একান্তই আপনারা নিবেন। আমি শুধু এটুকুই বলবো, আমি আপনাদের সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আপনাদের প্রতি শুভ কামনা ছিল, আছে ও থাকবে। আপনাদের সদা মঙ্গল কামনা করি।
0 comments:
Post a Comment