পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় |
মোঃ তানভীর আহম্মেদ সিএইচসিপি ।। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ ২৯/ ৯ /২০১৮ হরিশংকরপুর ইউনিয়নে সাপের কামড়ের উপর কাউন্সিলিং এ উপস্থিত ছিলেন হরিশংকরপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাছুম সাহেব এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন বলেন সাপ কামড় দিলে যা করবেন। প্রথমেই সাপ কামড়ানো রোগী কে আশ্বস্ত করতে হবে যেন তার কোন বিপদ হবে না উত্তেজনা রোগী এর হৃদস্পন্দন এতে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে ।এমন ভাবে শোয়াতে হবে যেন কামড়ানোর স্থানে হৃদযন্ত্র বরাবর কিছুটা নিচেই দিকে থাকে। দেহে আটোসাটো পোশাক ,অলংকার খুলে ফেলুন । কামড়ের উপরে ফিতা ও দরি দিয়ে শক্ত করে বাধুন । বিষক্রিয়ায় রোগীর হৃদস্পন্দন অনেক সমায় বন্ধ হওয়ার জোগার হয়। সেই ক্ষেত্রে সিপআর দিন।অর্থাৎ, কেউ পানিতে ডুবে গেলে বা অন্য কোন শখে আক্রন্তকে শুইয়ে বুকে দুই হাত দিয়ে চাপ দিতে থাকুন । এই ভাবে তার হৃদযন্ত্র সচাল করুন তার পর হাসপাতালে নিতে হবে ।
যা করবেন না কোন কবিরাজের কাছে নেবেন না । কামড়ানোর স্থানে সাবান দিয়ে ধোবেন না । আক্রন্ত স্থানের ছুরিদিয়ে কাটবেন না রক্ত বের করবেন না। ইলেকট্রিক শক দিবেন না। ঠান্ড পানি ও বরফ ধরবেন না ।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সদর,স্বাস্থ্য পরিদর্শক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃকর্মকর্তা সভায় সাপের কামড়ের উপরে এবং কুকুর বিড়াল বিভিন্ন পশুর কামড় বা জলাতঙ্ক রোগের উপরে বিস্তারিত আলোচনা করেন এবং সমাজে বিদ্যমান ভ্রান্ত ধারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সচেতনতাবৃদ্ধি করে এর উন্নতি ঘটানোর জন্য সবাইকে অনুরোধ জানান
0 comments:
Post a Comment