সুযোগ্য কন্যা একুশে পদক প্রাপ্ত জনাবা ড. শরীফা খাতুন |
সঞ্জয় মজুমদার ।। অদ্য ২৫/০৯/২০১৮ ইং রোজ মঙ্গলবার জাহানপুর কমিউনিটি ক্লিনিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অত্র এলাকার সম্মানীত ব্যক্তি জনাব আসলাম সাহেবের সুযোগ্য কন্যা একুশে পদক প্রাপ্ত জনাবা ড. শরীফা খাতুন জাহানপুর কমিউনিটি ক্লিনিকের জন্য ৪৮ শতক জমি দান করেন। এছাডা জমি রেজিষ্ট্রি খরচ বাবত তিন লক্ষাধীক নগদ টাকা ও অনান্য খরচ প্রদান করেন। ড. শরীফা খাতুনের স্বামী সাবেক বিচারপতি জনাব কাজী এবায়দুল হক এই মহতি কাজে সার্বিক সহোযোগিতা করেন।
সিভিল সার্জন জনাব হাসান শাহারিয়ার কবির স্যার এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন।
১/ এম ও সি এস জনাব ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
২/জেলা স্বাস্থ্য সুপারেন্ডেন্ট জনাব দিদারুল আলম ভূঞা।
এছাডা আরো উপস্থিত ছিলেনঃ
১/অত্র ক্লিনিকের জমিদাতা ও ফেনী জেলা কৃষকলীগের সভাপতি জনাব এ বি এম সেলিম।
২/ শর্শদি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জানে আলম ভূঞা।
৩/অত্র ক্লিনিকের সভাপতি ও ইউপি সদস্য জনাব জিয়া উদ্দিন মোল্লা।
৪/অত্র ক্লিনিকের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ গোলাম সারোয়ার উদ্দিন।
৫/অত্র ক্লিনিকের সদস্য সচিব(সিএইচসিপি) জনাব সঞ্জয় কুমার মজুমদার।
৬/অত্র ক্লিনিকের স্বাস্থ্য সহকারী জনাব আবদুল জব্বার মিশর।
৭/অত্র ক্লিনিকের সাপোর্ট গ্রুপের সদস্য জনাব ইসমাইল হোসেন মাষ্টার।
0 comments:
Post a Comment