বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান


বিপিএম (সেবা) পদক পেলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামান তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নিকট পদক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পেশাগত জীবনে সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পুলিশ পদক বিপিএম (সেবা) পেয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

৪ ফেব্রুয়ারি সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন। পুলিশের চাকরিতে এই পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়।

মাদক, সন্ত্রাস দমন ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠাণে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে তিনি বিপিএম (সেবা) পদক পেলেন তিনি।

প্রধানমন্ত্রীর নিকট থেকে বিপিএম (সেবা) পদক গ্রহনের পর পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবার দোয়া ও আল্লাহ্’র রহমতে ভালো কাজের স্বকৃতি পেয়েছি। এ স্বীকৃতি ভালো কাজে আরও উদ্দীপনা বাড়ায়। আরও ভালো কাজ করতে চাই। প্রকৃত সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সকলের কাছে দোয়া চাই।
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment