অতীব জরুরী আমি গত ২৭-১২-১৬তারিখে ফেসবুকে একটা পোষ্ট দিয়েছিলাম।প্রকল্প অফিস আমাদের যে সব সহকর্মী চলে গেছেন না ফেরার দেশে,তাদের

মোঃকামাল হোসাইন সরকার
প্রধান উপদেষ্টা
দাবী আদায় বাস্তবায়ন কমিটি।
আসসালামু আলাইকুম।
আমি গত ২৭-১২-১৬তারিখে ফেসবুকে একটা পোষ্ট দিয়েছিলাম।প্রকল্প অফিস আমাদের যে সব সহকর্মী চলে গেছেন না ফেরার দেশে,তাদের
এককালীন কিছু টাকা দিবেন।যে যত বছর চাকুরী করেছে তার প্রতি বছরে ২টা মুল বেতন।যখন আমাদের মুল বেতন ৫২০০টাকা ছিল ওই বেসিকের হিসাব হবে। বর্তমানে আমাদের মুল বেতন ১০২০০ এখন এই হিসেবে পাওয়া
যাবে। প্রকল্প অফিস এখন পর্যন্ত ১৮ জনের নামের তালিকা করেছে,আমার যতটুকু মনে পড়ে এই সংখ্যাটা একটু বেশী হবে।২৫ জনের তথ্য পেলাম এপর্যন্ত। এখনো এখানে ১ জনের নাম বাকি পড়েছে (সম্ভবত)
আমাদের কোন সিএইচসিপির কাছে মৃত সিএইচসিপির সঠিক তালিকা থাকলে ফেসবুকে প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো। যারা তথ্য দিয়ে হেল্প করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
★★ জানিনা কেমন আছেন আমাদের প্রয়াত সহকর্মীদের পরিবার।
১.নরসিংদীঃ - ২০১৩ইং সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো:মেহেদী হাসান ব্রেইনস্টোক করে মৃত্যুবরণ করেন ।
২. মৌলভীবাজারঃ -গত ১৪-১০-২০১৪ইং সকালে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার সিএইচসিপি অর্পনা দেবী কমিউনিটি ক্লিনিক যাওয়ার পথে গাড়ী দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
৩. ভোলাঃ-গত ০৬-১১-২০১৪ইং তারিখে ভোলার জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর তাজল মেম্বার বাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নূরে তাজ বেগম ব্রেইন ষ্ট্রোক করে মৃত্যু বরণ করেন।
৪.টাংগাইলঃ- গত ১৮-০৪-২০১৫ইং তারিখে টাঙ্গাইল সদর উপজেলা বাসাইল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রেহেনা পারভীন দীর্ঘ দিন ব্রেইন ডেমেজ হয়ে অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করেন।
৫.চট্টগ্রামঃ-গত ৩০-০৫-২০১৫ইং তারিখে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: লিয়াকত আলী দীর্ঘ দিন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।
৬.নোয়াখালীঃ- গত ০৪-০৬-২০১৫ইং তারিখে নোয়াখালী সদর উপজেলাধীন নেয়াজপুর ইউনিয়নের মাছিমপুর-২ কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি নিজাম উদ্দিন দীর্ঘদিন অসুস্থ্য থেকে মৃত্যুবরণ করেন।
৭.চুয়াডাঙ্গাঃ-গত ১২-০৬-২০১৫ইং তারিখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আতাউল হক হ্যার্ট এ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেন।
৮ রাজশাহীঃ-গত ০৮-০৪-২০১৪ইং তারিখে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার সিএইচসিপি এস.এম সাইফুজ্জামান মাহবুব জন্ডিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
৯.বগুড়াঃ-গত ১৬.০৯.২০১৫ইং তারিখে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সিএইচসিপি উম্মে কুলসুম ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
১০.খুলনাঃ- খুলনা ডুমুরিয়া উপজলার তহিদুর ইসলাম ২ বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
১১.মানিকগন্জঃ-ইসমাইল হুসেন সিংগাইর, মানিকগংজ, ডিসেম্বর ২০১৩।
১২.সাতক্ষীরাঃ- গত ৬.১১.২০১৫ইং তারিখে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সিএইচসিপ ফারুকুজ্জামান হার্ট এ্যাটাক আক্রান্ত হয়ে মৃত্যুরণ করেন।
১৩.কুড়িগ্রামঃ- গত ৬.১২.২০১৫ইং তারিখে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শ্রী লেবু রায় হৃদরোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
১৪.সিরাজগন্জঃ- গত ২৪.১২.২০১৫ তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বৈলতল ইউনিয়নের দিঘর বৈলতল কমিউনিটি ক্লিনিকের কর্মরত কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোঃ জাহিদুল ইসলাম জন্ডিত রোগে আক্রান্ত হয়ে মারা যান।
১৫. ঝিনাইদহঃ-গত ১১.০১.২০১৬ টায় ঝিনাইদহ সদর উপজেলার সিএইচসিপি মোঃ ফিরোজ হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
১৬. গোপালগন্জ ঃ-ফেব্রুয়ারী ২০১৬ইঙ তারিখে গোপালগন্জের শেখ জাবের আলী ইন্তেকাল করেন।
১৭.চাপাইনওয়াবগন্জ ঃ-চাপাইনওয়াবগঞ্জ এর নিলুফার ইয়াসমিন নিপা।
১৮.গত ৯.০৯.২০১৬ইং তারিখে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিএইচসিপি বিবেক হালদার গতকাল সড়ক দূর্ঘটনায় নিহত হন
১৯. চট্টগ্রামঃ-চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন মহানগর কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মোসাঃ ফারজানা আকতার ২১/১১/২০১৬ ইং রোজ সোমবার, প্রসব পরবর্তী জটিলতায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
২০.সিলেট ঃ- সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ”গোবিন্দশ্রী কমিউনিটি ক্লিনিকের” সি এইচ সি পি মোছাঃ নাহিদা বেগম তারিখ রাত ২.১৫ মিনিটে ৫ মাসের গর্ভ সন্তান নিয়ে রাকিব রাবেয়া মেডিকেল আইসিইউতে স্ট্রোক করে মৃত্যু বরণ করেন।
২১.কিশোরগন্জ ঃ-মোছাম্মত আনিসা আক্তার ডলি। বেথৈর কমিউনিটি ক্লিনিক। কটিয়াদী উপজেলা। কিশোরগঞ্জ জেলা। মৃত্যু সাল ২০১২ সালে মে মাসের প্রথম দিকে।
২২.লক্ষীপুরঃসদর উপজেলার মাহাদী হাসান শাওন।
২০১২ সালে মৃত্যু বরন করেন।
২৩. বাগেরহাটঃ ১৭/১২/২০১৩.আলামিন শেখ
বৈটপুর সি সি
বেমরতা ইউনিয়ন ওয়ার্ড ২
সদর উপজেলা, বাগের হাট
২৪. রাজবাড়িঃ ফাতেমা, হাবাসপুর ইউনিয়ন, পাংশা উপজেলা, ২০১২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
২৫.লক্ষীপুরঃ ৩১/১২/২০১২- বিবি মরিয়ম শিমু, কমলনগর উপজেলা, লক্ষীপুর জেলা।
২৬. ফরিদপুরঃ সদরপুর উপজেলা, ফরিদপুর জেলা,কচি আক্তার।
ধন্যবাদান্তে
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment