Metronidazole Tablet 400 mg - মেট্রোনিডাজল বড়ি ৪০০ মিলিগ্রাম Info Post Shah 4:28 PM No Comment




ঔষুধের পরিমান: Metronidazole Tablet BP 400 mg; মেট্রোনিডাজল বড়ি ৪০০ মিলিগ্রাম।

যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে: (১) আমাশয় (২) অতিরিক্ত সাদাস্রাব (৩) জ্বরায়ুতে প্রদাহ বা ইনফেকশন (৪) লিভার অ্যাবসেস (৫)এ্যানোরবিক ইনফেকশন বা শরীরের ভিতরের প্রদাহ যা অক্সিজেন ছাড়াই সংগঠিত হয়।
Metronidazole Tablet | Community Clinic Bangladesh | CHCP
মেট্রোনিডাজল ট্যাবলেট


সেবন মাত্রা: ৬ থেকে ১২ বছর বয়স্ক শিশুদের ক্ষেত্রে : অর্ধেক (১/২) ট্যাবলেট ৮ ঘন্টা পরপর বা দিনে ৩ বার – খাবার পরে ৫ দিন সেব্য।

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে: ১টি ট্যাবলেট ৮ঘন্টা পরপর বা দিনে ৩ বার খাবার পরে ৫ দিন সেব্য।

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: (১) গর্ভাবস্থায়।

পার্শ্বপ্রতিক্রিয়া: (১) বমি বমি ভাব বা বমি (২) অরুচি (৩) ধাতব স্বাদ বা মেটালিক টেষ্ট (৪) কোষ্টকাঠিন্য

সাবধানতা: এটি একটি এন্টিএ্যামিবিক ঔষুধ। কোন ভাবেই এটি খাবার যে নিয়ম তার ব্যতিক্রম করা যাবে না । যে কয়দিন যে ভাবে খেতে বলা হয়েছে সে কয়দিন সে ভাবেই খেতে হবে।

মন্তব্য: ঔষুধ খাবার কারণে খাবারের স্বাভাবিক স্বাদ বদলে যেতে পারে এটাকে মেটালিক টেষ্ট বলে। ঔষুধ খাওয়া শেষ হয়ে গেলে কয়েকদিনের মধ্যে আবার তা ঠিক হয়ে যায়।
Share on Google Plus

About 222

0 comments:

Post a Comment