Rabiul Hoque
অনশনে আসার সময় যা যা অবশ্যই আনবেনঃ১. বসার জন্য মাদুর, পাটি, চট। চট অবশ্যই আনবেন কারণ অতিরিক্ত ঠান্ডায় মাদুর বা পাটির নিচে চট অবশ্যই দিতে হবে।
২. অতিরিক্ত জামা-কাপড় বিশেষ করে শীতের কাপড়।
৩.রাতে থাকার জন্য বালিশ, কম্বল।
৪. মশার কয়েল, লাইটার।
৫.ছাতা।
৬. পুরনো পত্রিকা।
৭. মোবাইল চার্জার/পাওয়ার ব্যাংক।পাওয়ার ব্যাংক হলে ভালো কারণ চার্জ দেওয়া সহজ হবে।
৮.জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে মোবাইল নম্বর লিখে নিবেন।
৯. জায়নামাজ-তসবিহ, ওজু করার পানি।
১০. ব্রাশ, পেস্ট, ভ্যাসলিন।
১১.মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে লেখা ১ দফা দাবি সম্বলিত ফেস্টুন-ব্যানার।
১২.মোটা বড় সাইজের প্লাস্টিক/তেরপাল
১৩. অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র
0 comments:
Post a Comment